ড্রাগের নেশা সর্বনাশা! আর এই মাদক নিয়ে জনসাধারণকে সচেতন করতে এক নাটক অনুষ্ঠিত হয় গেল শনিবার রাতে। কালীপুজো উপলক্ষে মালদহের চাঁচল থানা প্রাঙ্গণে এই সচেতনতা মূলক নাটক অনুষ্ঠিত হয়।
চাঁচল থানা মহিলা আবাসন পুজো কমিটির উদ্যোগে ওই নাটকে শিল্পী হিসেবে যোগদেন থানার সিভিক ও ভিলেজ পুলিশ কর্মীরা। নাটক দেখতে ভিড় জমিয়েছিল এলাকার মানুষজন। উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলাপরিষদ সদস্যা রেহেনা পারভিন, শিউলি খাতুন, সায়না বানু ও চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বর্মণ, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু শ আরও অনেকেই। ড্রাগের নেশা একটি সুখের পরিবারকে ধ্বংস করে দেয়। এমনকি স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। এই নেশায় বুদ হয়ে মানুষ সম্পত্তিও নষ্ট করে দেয়। চুরি ও অন্যান্য অপরাধমূলক কাজ করতেও ভয় পায়না নেশাগ্রস্তরা। একটি সুখের সংসার তছনছ হয়ে যায়।এই সমস্ত বিষয়গুলি অভিনয়ের মধ্যদিয়ে নাটকের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা। এর মাধ্যমে পরিবারের ছেলেকে বাঁচাতে থানার দ্বারস্থ হওয়ার কথাও তুলে ধরা হয়। নেশাগ্রস্তকে নেশা মুক্তি কেন্দ্রে কিভাবে পাঠানো হয় তাও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।